ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

প্রতিদিন ১০ কিলোমিটার যাতায়াত করলে কত সিসির বাইক ভালো হবে?

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৪:০২ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫

প্রতিদিন যদি আপনি প্রায় ১০ কিলোমিটার যাতায়াত করেন, তাহলে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত হবে ১০০-১২৫ সিসি বাইক। এই সাইজের ইঞ্জিন দৈনিক কম দূরত্বে শহরের ট্রাফিকে চালানোর জন্য আদর্শ, কারণ এগুলো হালকা, মানভারেবল এবং চালাতে সহজ। ১০০-১২৫ সিসির বাইকগুলো সাধারণত খুব কম জ্বালানি খরচ করে এবং শহরের ব্যস্ত রাস্তায় স্বাচ্ছন্দ্যে সামলাতে পারে। দৈনন্দিন ব্যবহারকে মাথায় রেখে ডিজাইন করা এই বাইকগুলো চালক ও যাত্রী উভয়ের জন্যই আরামদায়ক রাইড দেয়।

কম সিসির বাইকগুলোর অন্যতম বড় সুবিধা হলো জ্বালানি খরচ কম থাকা। বাংলাদেশে ১০০-১২৫ সিসি বাইকগুলো প্রায় লিটার পেট্রোলে ৪০-৬০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে, ফলে প্রতিদিন ১০ কিলোমিটার চললে মাসে জ্বালানি খরচ থাকে খুবই কম। দৈনিক শহরের যাতায়াতের জন্য এই মাইলেজ সুবিধা অনেকটাই অর্থনৈতিক ব্যবহার নিশ্চিত করে এবং পকেটেও টানাটানি কম থাকে।

এছাড়া রক্ষণাবেক্ষণ খরচও কম হয়। ছোট ইঞ্জিনের বাইকগুলো সাধারণভাবে সহজ সার্ভিসিং, কম খরচে মেরামত এবং কম ফুয়েল খরচের কারণে দীর্ঘমেয়াদে টেকসই সেবা দেয়। শহরের সংকীর্ণ রাস্তায় বা যানজটের মাঝেও এগুলো খুবই চালাতে সহজ হয়, ফলে প্রতিদিনের যাতায়াত আর কষ্টকর মনে হয় না।

অন্যদিকে ১৫০ সিসি বা তার বেশি ইঞ্জিন সাইজের বাইকগুলো দৈনন্দিন ১০ কিলোমিটার যাতায়াতের জন্য অতিরিক্ত শক্তিশালী হতে পারে। এই বড় সিসির বাইকগুলোতে পাওয়ার আছে বেশি, কিন্তু জ্বালানি খরচ ও রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলক বেশি হয়। যদি আপনার রাইডে মাঝে মাঝে লম্বা রোড ট্রিপ বা হিল রাইড থাকে, তখন ১৫০ সিসির বাইক বিবেচনা করা যেতে পারে। কিন্তু শুধু প্রতিদিন শহরে ১০ কিলোমিটার যাতায়াতের জন্য ছোট সিসির বাইকটাই সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত।

প্রতিদিন ১০ কিলোমিটার যাতায়াতের জন্য ১০০ থেকে ১২৫ সিসি বাইক সবচেয়ে উপযুক্ত, কারণ এটি জ্বালানি সাশ্রয়ী, সহজ রাইডিং, হালকা ও আরামদায়ক এবং দৈনন্দিন ব্যবহারের জন্য সর্বোত্তম ব্যালান্স প্রদান করে।

আরও পড়ুন
বৃষ্টিতে বাইকের সাইলেন্সারে পানি ঢুকলে কী করবেন?
বাইকের ‘এবিএস সিস্টেম’ আসলে কী জানেন?

কেএসকে

আরও পড়ুন