ফোনের বাক্স হারালে ‘আইএমইআই’ নম্বর বের করবেন যেভাবে
ফোনেই পাবেন আইএমইআই নম্বর
বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের সবচেয়ে ব্যবহারিক একটি ডিভাইস। কল করা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ, ব্যাংকিং, এমনকি কাজের অনেক গুরুত্বপূর্ণ দিকই আমরা ফোনের মাধ্যমেই করি। তাই ফোন হারানো বা চুরি যাওয়া কেবল আর্থিক ক্ষতিই নয় গুরুত্বপূর্ণ তথ্য হারানোর ঝুঁকিও তৈরি করে। এ ক্ষেত্রে আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১৫ ডিজিটের এই ইউনিক নম্বরটি প্রতিটি মোবাইল ফোনের জন্য আলাদা থাকে এবং ফোন শনাক্ত করতে ব্যবহার করা হয়। কিন্তু অনেকেই জানেন না নিজের ফোন থেকেই খুব সহজে এই নম্বর বের করা যায়। ফোনের বাক্সে এই নম্বর লেখা থাকে। তবে বাক্স হারিয়ে ফেললে দরকারের সময় দুশ্চিন্তায় পরে যান। কিন্তু সহজেই নিজের ফোন থেকে এই নম্বর বের করা যায়।
সবচেয়ে সহজ ও দ্রুত উপায় হলো ফোনে *#০৬# ডায়াল করা। ডায়াল করার সঙ্গে সঙ্গেই স্ক্রিনে আপনার ফোনের আইএমইআই নম্বর দেখাবে। ডুয়াল সিম ফোন হলে দুটি আলাদা নম্বরও দেখা যেতে পারে। এই পদ্ধতিতে কোনো সেটিংসে না গিয়ে এক মুহূর্তেই নম্বরটি পাওয়া যায়। তাই অনেক বিশেষজ্ঞ পরামর্শ দেন, ফোন হাতে পেয়েই প্রথমে এই নম্বরটি খুঁজে কোথাও নোট করে রাখতে।
এছাড়া অ্যান্ড্রয়েড ফোনে সেটিংস থেকেও আইএমইআই নম্বর দেখা যায়। এজন্য ফোনের সেটিংস → অ্যাবাউট ফোন → স্ট্যাটাস → আইএমইআই ইনফরমেশন অপশনে গেলে সেখানে প্রয়োজনীয় নম্বরটি পাওয়া যাবে। বিভিন্ন ব্র্যান্ডে নাম একটু ভিন্ন হতে পারে, তবে অ্যাবাউট ফোন সেকশনেই সাধারণত তথ্যটি থাকে। আবার অনেক ফোনের পেছনের কভারের নিচে বা সিম ট্রের গায়ের ওপরেও আইএমইআই নম্বর প্রিন্ট করা থাকে। তাই ফোন চালু না থাকলেও নম্বর পাওয়া সম্ভব।
আইফোন ব্যবহারকারীদের ক্ষেত্রেও উপায় প্রায় একই। সেটিংস → জেনারেল → অ্যাবাউট-এ গেলে ডিভাইস ইনফরমেশন তালিকার মধ্যে আইএমইআই নম্বর দেখা যাবে। চাইলে সেটি কপি করে নিরাপদ কোনো জায়গায় সংরক্ষণ করা যায়। পুরোনো কিছু আইফোন মডেলে সিম ট্রের গায়েও নম্বর ছাপা থাকে।
ফোন হারালে বা চুরি হলে পুলিশ বা অপারেটরকে আইএমইআই নম্বর দিলে ডিভাইসটি ট্র্যাক ও ব্লক করা যায়। এতে ফোনটি অকেজো হয়ে যেতে পারে এবং চোর বা অবৈধ ব্যবহারকারী সেটি চালাতে পারে না। আবার অনেক দেশে নকল বা অবৈধ ডিভাইস শনাক্ত করতেও এই নম্বর ব্যবহার করা হয়। তাই ফোন কেনার সময় বাক্সের সঙ্গে মিলিয়ে আইএমইআই যাচাই করাও জরুরি।
তবে মনে রাখতে হবে, আইএমইআই নম্বর কখনোই অচেনা বা অবিশ্বস্ত কারও সঙ্গে শেয়ার করা উচিত নয়। এটি ফোনের পরিচয় নম্বর, তাই নিরাপত্তার বিষয় ভাবনায় রাখা উচিত। সবচেয়ে ভালো হয় নম্বরটি কাগজে লিখে রাখুন বা নিরাপদ কোনো নোটে সংরক্ষণ করুন, যাতে প্রয়োজনে দ্রুত খুঁজে পাওয়া যায়।
আরও পড়ুন
জরুরি কলে লাইভ ভিডিও শেয়ার করতে পারবেন অ্যান্ড্রয়েডে
চোখের পলকে ফোনের চার্জ শেষ হচ্ছে, সমাধান করুন নিজেই
কেএসকে