ভিডিও ENG
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

নারীদের পিরিয়ডের সময় হলে নোটিফিকেশন দেবে স্মার্টওয়াচ

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৫:১৫ পিএম, ২১ জানুয়ারি ২০২৬

স্মার্টওয়াচ ডিজিটাল যুগের এক অন্যতম জনপ্রিয় ডিভাইস। এটি শুধু সময় দেখার কাজে নয়, বর্তমানে স্মার্টওয়াচগুলো অসংখ্য স্বাস্থ্য ফিচারে ঠাঁসা। সঙ্গে আরও আছে স্পোর্টস ফিচার। কতক্ষণ হাঁটলেন, কতক্ষণ ঘুমালেন সবই জানা যায় স্মার্টওয়াচে। সেই সঙ্গে আপনার পানি খাওয়ার সময় হলে কিংবা ঘুমানোর সময় হলে, হার্ট রেট বেড়ে গেলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাঠায় স্মার্টওয়াচ।

সেই সঙ্গে এখন অনেক স্মার্টওয়াচেই যুক্ত হচ্ছে নারীদের জন্য বিশেষ এক ফিচার। যেখানে নারীদের পিরিয়ড ট্র্যাকার থাকে। ফলে সময়ের আগেই নোটিফিকেশন দিয়ে ব্যবহারকারীকে প্রস্তুতি নেওয়ার করা জানাবে। নয়েজের নতুন স্মার্টওয়াচ নয়েজফিট প্রো ৬আর-এ পাবেন এই সুবিধা।

নয়েজফিট প্রো ৬আর-তে একাধিক স্বাস্থ্য ট্র্যাকিং বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে রয়েছে হৃদস্পন্দন পর্যবেক্ষণ, রক্ত-অক্সিজেন স্তর ট্র্যাকিং এবং স্ট্রেস ট্র্যাকিং। এছাড়াও এটি ব্যবহারকারীর ঘুমের মানের উপর ভিত্তি করে একটি ঘুমের স্কোর প্রদান করবে। এটি একটি রেডিনেস স্কোর প্রদানের জন্য বিভিন্ন স্বাস্থ্য মেট্রিক্স ট্র্যাক করে একজন পরিধানকারীর শরীরের পুনরুদ্ধার এবং শারীরিক পরিশ্রমের জন্য প্রস্তুতিও ট্র্যাক করে। স্মার্টওয়াচটি মাসিক চক্র ট্র্যাকিংও সরবরাহ করে।

এটিতে ১.৪৬ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা সর্বোচ্চ ১,০০০ নিট পর্যন্ত উজ্জ্বলতা প্রদান করবে। নয়েজফিট প্রো ৬আর-তে ৪২ মিমি রাউন্ড ডায়ালও রয়েছে। স্মার্টওয়াচটি আইফোন এবং অ্যান্ড্রয়েড ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি স্ট্রাভা ইন্টিগ্রেশন সহ একটি বিল্ট-ইন জিপিএস সহ এসেছে। স্মার্টওয়াচটি নয়েজ এআই প্রো সমর্থন করে, যা স্বাস্থ্যগত অন্তর্দৃষ্টি, ডিভাইস নিয়ন্ত্রণ এবং এআই ওয়াচ ফেস জেনারেশন অফার করবে।

নয়েজফিট প্রো ৬আর নিয়মিত ব্যবহারে সাত দিন পর্যন্ত ব্যাটারি লাইফ এবং ৩০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম অফার করে বলে দাবি করা হয়েছে। কোম্পানি জানিয়েছে যে এটি প্রায় দুই ঘণ্টার মধ্যে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে পারে।

ধুলা এবং পানি প্রতিরোধের জন্য এই স্মার্টওয়াচটি IP68 রেটিং পেয়েছে। প্রযুক্তি সংস্থাটি আরও দাবি করেছে যে পরিধেয় এই ডিভাইসটি ১০০ মিটার পর্যন্ত পানি প্রতিরোধের সুবিধা প্রদান করবে। এতে একটি ক্রাউন এবং ডানদিকে একটি নেভিগেশন বোতামও রয়েছে।

নয়েজফিট প্রো ৬আর-এর চামড়ার স্ট্র্যাপ ভেরিয়েন্টটি বাদামি এবং কালো রঙে পাওয়া যাচ্ছে। ধাতব স্ট্র্যাপটি টাইটানিয়াম এবং ক্রোম কালো রঙে এবং সিলিকন স্ট্র্যাপ মডেলটি কালো এবং স্টারলাইট সোনালি রঙে পাওয়া যাচ্ছে।

ভারতে নয়েজফিট প্রো ৬আর-এর দাম শুরু হচ্ছে ৬ হাজার ৯৯৯ রুপি থেকে চামড়া এবং সিলিকন স্ট্র্যাপ ভেরিয়েন্টের জন্য। অন্যদিকে এর ধাতব স্ট্র্যাপ বিকল্পের দাম ৭ হাজার ৯৯৯ রুপি। নতুন স্মার্টওয়াচটি বর্তমানে নয়েজের অফিসিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সাইটগুলোতে পাবেন।

আরও পড়ুন
স্মার্টওয়াচে কেন নিজের ছবি বসাচ্ছেন ব্যবহারকারীরা?
একবার চার্জে ৩৩ দিন চলবে এই স্মার্টওয়াচ

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে

আরও পড়ুন