ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

এসির তাপমাত্রা ২৭ রাখলে কী হয় জানেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ১২:১৩ পিএম, ১১ জুলাই ২০২৫

গরমকালে এসি চালানোর সময় অনেকে প্রশ্ন করেন কোন তাপমাত্রায় এসি চালানো সবচেয়ে ভালো? কেউ ২২ ডিগ্রি, কেউ ২৪ আবার কেউ ২৭ ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করেন। কিন্তু জানেন কি? এসির তাপমাত্রা ২৭ ডিগ্রিতে রাখলে কী হয় এবং এটা এসির জন্য ভালো কি না।

২৭ ডিগ্রিতে এসি চালানোর উপকারিতা

১. বিদ্যুৎ খরচ কম হয়
এসি যদি আপনি ২২-২৩ ডিগ্রি সেলসিয়াসে চালান, তাহলে কম তাপমাত্রায় পৌঁছাতে বেশি সময় ও শক্তি লাগে। কিন্তু ২৭ ডিগ্রিতে সেট করলে এসিকে অতিরিক্ত কাজ করতে হয় না, ফলে বিদ্যুৎ খরচ অনেক কম হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২. এসির কম্প্রেসারে বেশি চাপ পড়ে না
নিম্ন তাপমাত্রায় দীর্ঘ সময় চালালে এসির কম্প্রেসার বেশি কাজ করতে হয়, এতে যন্ত্রাংশে চাপ পড়ে। কিন্তু ২৭ ডিগ্রি একটি ব্যালেন্সড পয়েন্ট এসি ঠান্ডাও করে এবং অতিরিক্ত কাজও করতে হয় না।

৩. স্বাস্থ্যবান্ধব তাপমাত্রা
খুব ঠান্ডা ঘরে থাকার ফলে ঠান্ডা-কাশি, হাড়ে ব্যথা বা সর্দির সমস্যা হতে পারে। ২৬-২৮ ডিগ্রি তাপমাত্রা শরীরের সঙ্গে সহজেই মানিয়ে যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৪. পরিবেশবান্ধব
যত কম বিদ্যুৎ খরচ হবে, তত কম কার্বন নিঃসরণ হবে। এতে পরিবেশের উপর প্রভাব কম পড়ে।

২৭ ডিগ্রিতে এসি চালানোর কিছু অসুবিধা

১. তাপমাত্রা বেশি ঠান্ডা হয় না
যদি বাইরের তাপমাত্রা অনেক বেশি (৩৫-৪০ ডিগ্রি), তবে ২৭ ডিগ্রি তেমন ঠান্ডা মনে নাও হতে পারে, বিশেষ করে রুমে যদি অনেক মানুষ থাকে বা রান্নাঘরের কাছাকাছি হয়।

বিজ্ঞাপন

২. অতিরিক্ত আর্দ্রতা থাকলে আরামদায়ক নাও লাগতে পারে
উচ্চ তাপমাত্রায় হিউমিডিটি বেশি থাকলে, ঘর কিছুটা আঠালো অনুভব হতে পারে। তবে অনেক এসিতে এখন হিউমিডিটি কন্ট্রোল ফিচার থাকে।

গবেষণায় কী বলা হয়েছে?

ভারতের ব্যুরো অব এনার্জি এফিসিয়েন্সি (বিইই) এবং জাপানের এনার্জি কন্সারভেশন সেন্টারের মতে,২৫–২৭ ডিগ্রি সেলসিয়াস হল বাসা-বাড়ির জন্য এসি ব্যবহারের সর্বোত্তম তাপমাত্রা। ২৭ ডিগ্রি তাপমাত্রা সেট করা হলে গড়ে ২০-৩০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করা যায়।

কেএসকে/জিকেএস

আরও পড়ুন

বিজ্ঞাপন