বাজারে আসছে নোকিয়ার ভার্চুয়াল থ্রিডি ক্যামেরা
প্রযুক্তি দুনিয়ায় নতুন একটি মাত্রা যোগ করেছে মোবাইল প্রস্ততকারী কোম্পানি নোকিয়া। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে প্রতিষ্ঠানটি থ্রি ডি সম্পন্ন ভার্চুয়াল ক্যামেরা চালু করেছে। যার মাধ্যমে পেশাদার ব্যবহারকারীরা অনলাইনেই বিভিন্নমাত্রার ভিডিও তৈরি করতে পারবেন।
গোলাকার বল আকৃতির OZO VR নামের নোকিয়ার এই ক্যামেরায় আট ধরনের শাটার সেন্সর আছে। এছাড়া ক্যামেরাটিতে শব্দ ধারণ করার জন্য আট ধরনের মাইক্রোফোনের ব্যবস্থা আছে। যার মাধ্যমে ভিডিও ধারণ করার সময় একেবারে প্রকৃত শব্দ রেকর্ড করা যাবে।
ফিনল্যাণ্ডভিত্তিক প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে মঙ্গলবার এটি অনলাইনে চালু করা হয়েছে। তবে বাণিজ্যিকভাবে বাজারে ছাড়ার আগে শুধুমাত্র প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এই ক্যামেরাটি ব্যবহার করতে পারবেন।
থ্রি ডি সম্পন্ন এই ক্যামেরাটির মূল্য এখনো প্রকাশ করা হয়নি। তবে এ বছরের শেষের দিকে এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেয়া হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এসআইএস/এসকেডি/এমআরআই