ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

বিজ্ঞাপন সার্ফ এক্সেলের, বিপদে মাইক্রোসফট!

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ১২:১৩ পিএম, ১৩ মার্চ ২০১৯

সার্ফ এক্সেলের হোলির বিজ্ঞাপন নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এরই মধ্যে ইউনিলিভার পণ্য বর্জনের ঘোষণা এসেছে সোশ্যাল মিডিয়ায়।

কয়েক দিন থেকেই #BoycottSurExcel এবং #BoycottHindustanUnilever হ্যাসট্যাগ দিয়ে চলছে প্রচার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে সার্ফ এক্সেল বিরোধী প্রচারের ধাক্কায় আকস্মিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাইক্রোসফটের এক্সেল অ্যাপ। গত কয়েকদিনে অনেক ব্যবহারকারী গুগল প্লে স্টোরে মাইক্রোসফট এক্সেয়ে রেটিং ডাউনগ্রেড করছেন।

জানা গেছে, অনেকেই গুগল প্লে স্টোরে সার্ফ এক্সেলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে ভুল করে মাইক্রোসফটের এক্সেল অ্যাপে খারাপ রিভিউ দিচ্ছে। কিছু নতুন রিভিউতে মাইক্রোসফট এক্সেলকে 'দেশ বিরোধী' বলেও ব্যখ্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে নেটিজেনদের মধ্যে দু'টি ব্র্যান্ড এবং পণ্যকে ঘিরে বিভ্রান্তি এবারই প্রথম নয়। গত বছর স্ন্যাপচ্যাট সম্পর্কে নিজেদের ক্ষোভ প্রকাশ করতে গিয়ে অনেকে বিভ্রান্তির কারণে স্ন্যাপডিল অ্যাপটি ডাউনরেট এবং আনইনস্টল করে দিয়েছিলেন।

এএ

আরও পড়ুন

বিজ্ঞাপন