মহামায়া ও খৈয়াছড়া ঝরনায় একদিন
ছাত্রদের উদ্যোগে আনন্দঘন শিক্ষা সফর, ছবি: লেখকের সৌজন্যে
তানভীর আহমদ রাহী
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসায় অধ্যয়নরত সিলেট বিভাগের ছাত্রদের উদ্যোগে অনুষ্ঠিত হয় আনন্দঘন শিক্ষা সফর। ১৮ অক্টোবর সকাল ৮টায় চট্টগ্রামের বিবিরহাট থেকে যাত্রা শুরু হয় ভ্রমণবহর। যাত্রার শুরুতেই পরিবেশন করা হয় হালকা নাস্তা।
পথজুড়ে শিক্ষার্থীরা গজল গেয়ে ভ্রমণকে আরও প্রাণবন্ত করে তোলেন। সকাল ১০টার আগেই গাড়ি পৌঁছে যায় মনোরম মহামায়া ইকো পার্কে। সেখানে শিক্ষার্থীরা মহামায়া লেকের সৌন্দর্য উপভোগ করেন। তারা বিভিন্ন প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন।
দুপুর ১টার দিকে সবাই মধ্যাহ্নভোজে অংশ নেন। খাবার শেষে বিকেল দেড়টায় সবাই রওয়ানা দেন খৈয়াছড়া ঝরনার উদ্দেশ্যে। বিকেল ২টার দিকে বাস পৌঁছে যায় মহামায়ার মূল সড়কে। সেখান থেকে সিএনজি করে সবাই ঝরনার ভেতরের পথে প্রবেশ করেন।

আরও পড়ুন
কাপ্তাই হ্রদের বুকে এক টুকরো দ্বীপ কাট্টলী
পাহাড়-ঝরনার তীর্থস্থান মিরসরাইয়ে আবাসন সংকট
এরপর শুরু হয় প্রায় ৪০ মিনিটের হাঁটা পথের যাত্রা। পাহাড়ি ঝিরিপথ পেরিয়ে অবশেষে দেখা মেলে খৈয়াছড়া ঝরনার অপরূপ সৌন্দর্যের। দীর্ঘ পথের ক্লান্তি মুহূর্তেই মুছে যায় ঝরনার ঝরে পড়া স্বচ্ছ জলে। শিক্ষার্থীরা সেখানে স্নান করেন। কেউ ঝরনার ওপরের ধাপে উঠে প্রকৃতির রূপে মুগ্ধ হন।
বিকেল ৫টার দিকে সবাই ফিরে আসেন মূল সড়কে। সন্ধ্যা ৭টার দিকে বিবিরহাটে পৌঁছে যান। এরপর যার যার গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দেন। আনন্দ, ভ্রাতৃত্ব ও প্রাকৃতিক সৌন্দর্যের মিশেলে ভ্রমণটি অংশগ্রহণকারীদের মনে রেখে যায় অনন্য স্মৃতি।
লেখক: শিক্ষার্থী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসা, ষোলশহর, চট্টগ্রাম।
এসইউ/জিকেএস