ভিডিও EN
  1. Home/
  2. ভ্রমণ

শ্রীলংকার পথে বাংলাদেশি ৬ পর্যটক

ভ্রমণ ডেস্ক | প্রকাশিত: ১২:৫৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২

শ্রীলংকা ভ্রমণে যাচ্ছেন বাংলাদেশি ৬ পর্যটক। শ্রীলংকার পর্যটন মন্ত্রণালয়ের আমন্ত্রণেই তারা যাচ্ছেন সে দেশে।

বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের ৪ লেখক ও ২ আলোকচিত্রীসহ মোট ৬ জন এ ভ্রমণে যুক্ত হয়েছেন।

২৫ ফেব্রুয়ারি অর্থাৎ আজ শুক্রবার তারা শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দেবেন। তারা ৭ রাত ৮ দিন শ্রীলংকার উল্লেখযোগ্য পর্যটন স্থান ও স্থাপনা পরিদর্শন করবেন।

এই পর্যটক দলের নেতৃত্বে আছেন বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল।

অন্যরা হলেন- জাকারিয়া মন্ডল, এস. এম. সাজ্জাদ হোসেন, আবীর আবদুল্লাহ, আজিম খান রনি ও শাকিল বিন মুশতাক।

সফরে আকাশ ভ্রমণের আয়োজন করছে শ্রীলংকার রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা শ্রীলংকান এয়ারলাইনস।

আবাসনসহ অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় আছে শ্রীলংকার পর্যটন মন্ত্রণালয় ও ট্যুরিজম প্রমোশন বোর্ড।

সার্বিক তত্ত্বাবধানে করছে ঢাকাস্থ শ্রীলংকা হাইকমিশন। শ্রীলংকাস্থ বাংলাদেশ হাইকমিশন সহযোগিতা করছে।

জেএমএস/জিকেএস

আরও পড়ুন