হেলিকপ্টারে ঘুরে বেড়াল শাহিনাজ ও ইমাদ নূর
ভালোবাসা দিবসে প্রিয়জনকে নিয়ে হেলিকপ্টারে ওড়ার সুযোগ করে দিল কাজী অ্যান্ড কাজী টি| ক্যাম্পেইন। `লাভ এট ফার্স্ট ফ্লাইট` এর বিজয়ী কাপল শাহিনাজ হোসেন এবং ইমাদ নুর ভালবাসা দিবসে হেলিকপ্টারে চড়ে ঘুরে বেড়ালেন আকাশপথ |
এরপর তাদেরকে কাজী অ্যান্ড কাজী টির পক্ষ থেকে উপহার হিসেবে আমারি ঢাকায় এক রোমান্টিক লাঞ্চের ব্যবস্থা করা হয়। ইমাদ নুর এবং শাহিনাজ হোসেন এই ক্যাম্পেইন নিয়ে শুরু থেকেই বেশ আগ্রহী ছিলেন। তাদের ভ্যালেন্টাইনস ডে কে স্মরণীয় করে দেয়ার জন্য তারা কাজী অ্যান্ড কাজী ব্র্যান্ড টিম কে ধন্যবাদ জানান ।
এসএ/এসকেডি/এবিএস