জাতীয় প্রেস ক্লাবে বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২
ডালিম চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে জাতীয় প্রেস ক্লাব। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি প্রেস ক্লাবের গ্রিন জোনে একটি ডালিম চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসার পরই ১৯৮৩ সাল কৃষক লীগের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেন। ১৯৯৬ সালে যখন সরকার গঠন করেন, তখন বৃক্ষরোপণ বাংলাদেশে একটি আন্দোলনে রুপ পায়। তারই হাত ধরে বাংলাদেশে বৃক্ষ আচ্ছাদিত এলাকার পরিমাণ বেড়েছে। বৃদ্ধি পেয়েছে বনভূমি। এটির কারণ হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়া।

মন্ত্রী বলেন, আজকে প্রেস ক্লাবকে ধন্যবাদে জানাই। কারণ তাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সারাদেশে এ কার্যক্রম আরও জোরদার হবে।

জাতীয় প্রেস ক্লাবে বৃক্ষরোপণ কর্মসূচি

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, প্রধানমন্ত্রী ফলের গাছ, ফুলের গাছ, ঔষধি গাছ লাগাতে বলেছেন। তারই ধারাবাহিকতায় বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি আমাদের আজকের এই কার্যক্রম।

বৃক্ষরোপণ কর্মসূচিতে ডালিম, জামরুল, চালতা, কামরাঙ্গা, জলপাই, পেয়ারা, লটকন, আম, জামসহ বিভিন্ন জাতের ৩০টি ফলের গাছ রোপণ করা হবে বলে জানা যায়।

কর্মসূচি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলমসহ অন্যরা।

আরএসএম/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।