কুল মিডিয়া কাপ টুর্নামেন্ট

যুগান্তরকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জাগো নিউজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত কুল মিডিয়া কাপ টুর্নামেন্টে যুগান্তরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম। ম্যাচে একটি করে গোল করেন মনিরুজ্জামান উজ্জ্বল, সাঈদ শিপন ও অনিমেশ দত্ত।

সোমবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় আরামবাগের বাফুফে মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

যুগান্তরকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জাগো নিউজ

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করে জাগো নিউজ। ৭ মিনিটের মাথায় মনিরুজ্জামান উজ্জ্বলের দারুণ এক পাসে দলকে এগিয়ে নেন অনিমেশ দত্ত। প্রথমার্ধে ১-০ গোলে শেষ হয়। দ্বিতীয়ার্ধের ৪ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন জাগো নিউজের উজ্জ্বল। এরপর গোল করার একাধিক সুযোগ পেলেও নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করেন সাঈদ শিপন। এর ফলে ৩-০ গোলে জয় নিশ্চিত করে জাগো নিউজ। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় কোয়ার্টার ফাইনালে চ্যানেল আইয়ের মুখোমুখি হবে জাগো নিউজ।

আরও পড়ুন: আজকের পত্রিকাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জাগো নিউজ

যুগান্তরকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জাগো নিউজ

এর আগে ২১ জানুয়ারি আজকের পত্রিকাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে জাগো নিউজ।

জাগো নিউজের দল:
রফিকুল ইসলাম (ম্যানেজার), মনিরুজ্জামান উজ্জ্বল (অধিনায়ক), সাঈদ শিপন (সহ-অধিনায়ক), আবেদীন জিম (গোলরক্ষক), অনিমেশ দত্ত, জহিরুল ইসলাম, আবদুল্লাহ আল মিরাজ, ফারুক আলম, রাসেল মাহমুদ, ইয়াসির আরাফাত রিপন, তৌহিদুজ্জামান তন্ময়।

আরএসএম/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।