জাতীয় প্রেস ক্লাব ২১-৩১ মার্চ পর্যন্ত বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫২ পিএম, ২০ মার্চ ২০২০
ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাব বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী আগামী ২১-৩১ মার্চ পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সব ধরনের কর্মকাণ্ড বন্ধ থাকবে।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। পরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২১-৩১ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সব কর্মকাণ্ড বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে প্রেস ক্লাবের সব সদস্য, কর্মচারী, কর্মকর্তা ক্লাব চত্বরে আসা থেকে বিরত থাকবেন। উদ্ভূত পরিস্থিতিতে সবার সহযোগিতা একান্ত কাম্য।

বাংলাদেশে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) পর্যন্ত আইইডিসিআর বলছে, সারাদেশে ১৭ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরে চুয়াডাঙ্গার সিভিল সার্জন জানিয়েছেন, তার জেলাতেও একজন বিদেশ ফেরত তরুণ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এদিকে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনায় নিয়ে মাদারীপুরের শিবচর উপজেলায় লকডাউন করা হয়েছে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।