বন্ধ হচ্ছে আলোকিত বাংলাদেশের প্রিন্ট ভার্সন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ০২ এপ্রিল ২০২০

আলোকিত বাংলাদেশের প্রিন্ট ভার্সন বন্ধ করে দেয়া হচ্ছে। করোনা দুর্যোগ পরিস্থিতির কারণে ৪ এপিল থেকে পত্রিকা প্রকাশ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এ বিষয়ে আলোকিত বাংলাদেশের অফিসে নোটিশ ঝুলানো ছাড়াও সাংবাদিক ও সংবাদপত্র কর্মীদের কাছে নোটিশ পাঠানো হয়েছে।

আলোকিত বাংলাদেশের এক রিপোর্টার জানান, পত্রিকাটিতে তিন মাসের বেতন বকেয়া রয়েছে।

পত্রিকাটির হেড অব ফাইন্যান্স জামিল হোসেন জাগো নিউজকে বলেন, করোনাভাইরাসের মতো দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণেই প্রিন্ট ভার্সন বন্ধ করা হচ্ছে।

আগামী ৪ এপিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পত্রিকা প্রকাশ বন্ধ থাকবে। সাংবাদিকরা ইচ্ছা করলে অনলাইন ভার্সনে নিউজ দিতে পারবেন। তবে নিউজ দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।

এফএইচএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।