করোনায় আক্রান্ত টকশোর অতিথি, টিভির কয়েকজন কোয়ারেন্টাইনে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ১২ এপ্রিল ২০২০

এবার দেশের একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নেয়া এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এতে ওই টেলিভিশন চ্যানেলের টকশো সংশ্লিষ্ট কয়েকজন কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

রোববার (১২ এপ্রিল) ওই চিকিৎসকের করোনায় সংক্রমণের তথ্য জানা যায়। অভিযোগ উঠেছে, ওই টকশোর একজন কো-অর্ডিনেটরের ভগ্নিপতি করোনাভাইরাসে মারা যাওয়ার পরও তাকে জোর করে কাজ করতে বাধ্য করা হয়েছে। এখন সেই কো-অর্ডিনেটরও অসুস্থ হয়ে পড়ছেন।

এর আগে পাঁচজন সাংবাদিক ও একজন ক্যামেরাপারসন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের কেউ বাড়িতে এবং কেউ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরা সংক্রমিত হওয়ার ফলে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরামর্শে শতাধিক সাংবাদিক-কর্মচারীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এদের মধ্যে একটি টেলিভিশনের ৪৭ সংবাদকর্মীর কোয়ারেন্টাইন শেষ হয়েছে। এ সময়ে তাদের কারও মধ্যে কোনো উপসর্গ মেলেনি।

সবশেষ শনিবার (১১ এপ্রিল) আক্রান্ত হিসেবে শনাক্ত দুই সংবাদকর্মীর সংস্পর্শে যারা এসেছেন তাদেরও কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

দেশে একের পর এক সাংবাদিক করোনায় আক্রান্ত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

এই সংখ্যা বাংলাদেশের গণমাধ্যমের জন্য অশনিসংকেত বলছেন সংশ্লিষ্টরা। গণমাধ্যমকর্মীদের অভিযোগ, সাংবাদিকদের স্ব স্ব মিডিয়া হাউজ থেকে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী না দিয়েই অ্যাসাইনমেন্টে পাঠানো হচ্ছে। সাংবাদিকদের এমন চলাফেরা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা।

এইচএস/এইচএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।