সাংবাদিকদের পিপিই দিলো পোশাক ব্র্যান্ড র-ন্যাশন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৫ পিএম, ০২ মে ২০২০

করোনাভাইরাস মহামারির এ সময়ে সংবাদ সংগ্রহে সক্রিয় গণমাধ্যমকর্মীদের জন্য বেশকিছু ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে দেশীয় পোশাক ব্র্যান্ড র-ন্যাশন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সহায়তায় গত কয়েকদিন ধরে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদেরকে এসব পিপিই দেয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসক ও নার্সদের মাঝেও পিপিই বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।

প্রাথমিকভাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা), বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনসহ বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম প্রতিষ্ঠানের জন্য এসব পিপিই দেয়া হয়েছে। পরবর্তীতে আরও পিপিই সরবরাহ করা হবে বলেও জানিয়েছে র-ন্যাশন।

পিপিই হস্তান্তরের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম, র-ন্যাশনের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আহমেদ, মেয়র আতিকের সহকারী ব্যক্তিগত সচিব রিসাদ মোর্শেদ, ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোশিয়েশনের (ডুরা) প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহেদ শফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় র-ন্যাশনের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আহমেদ বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে সবচেয়ে ঝুঁকির মধ্যে থেকে দায়িত্ব পালন করছেন গণমাধ্যমকর্মীরা। আমরা বিষয়টি বিবেচনা করে তাদের জন্য এই পিপিইগুলো হস্তান্তর করেছি। এর আগেও আমরা বিভিন্ন পেশাজীবী ও গণমাধ্যম প্রতিষ্ঠানকে পিপিই বিতরণ করেছি। পর্যায়ক্রমে আমরা আরও কিছু পিপিই তাদের সরবরাহ করবো।

জেইউ/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।