ডিআরইউতে করোনার নমুনা সংগ্রহের বুথ উদ্বোধন সোমবার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১১ পিএম, ১০ মে ২০২০

বেসরকারি সংস্থা ব্র্যাকের সহযোগিতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও স্বাস্থ্য অধিদফতরের উদ্যোগে ডিআরইউতে করোনাভাইরাস সংক্রমণের নমুনা সংগ্রহের বুথ স্থাপন করা হয়েছে।

সোমবার (১১ মে) বেলা সাড়ে ১১টায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ বুথের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে ডিআরইউ, স্বাস্থ্য অধিদফতর ও ব্র্যাকের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

জানা গেছে, করোনাভাইরাস পরীক্ষায় নমুনা প্রদানে ইতিমধ্যে ডিআরইউর আহ্বানে সাড়া দিয়ে অনেকেই নাম তালিকাভুক্ত করেছেন। প্রক্রিয়াটি চলমান থাকবে। তবে প্রথমদিন স্বল্পসংখ্যক এবং পরদিন থেকে সপ্তাহে ছয় দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৪০ জনের নমুনা সংগ্রহ করা হবে।

সিরিয়াল অনুযায়ী কোন দিন কাদের নমুনা সংগ্রহ করা হবে তা আগের দিন রাতেই ফোন করে জানিয়ে দেয়া হবে। নাম এন্ট্রি করার পরও উপসর্গবহনকারী সদস্যদের পূর্ব যোগাযোগ ছাড়া ডিআরইউতে না আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শুধু যাদের করোনাভাইরাসের উপসর্গ রয়েছে প্রাথমিকভাবে তাদেরই নাম তালিকাভুক্ত করার আহ্বান জানানো হয়েছে। নাম তালিকাভুক্ত করার জন্য নিচের মোবাইল নাম্বারগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

খালিদ সাইফুল্লাহ-০১৭১৭৮১৩০১২, কামরুজ্জামান বাবলু-০১৮১৮০০৪৭৬৮ ও মাইনুল হাসান সোহেল-০১৭১৯০১৪৪৩১।

এইচএস/এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।