জনকণ্ঠের ডেপুটি চিফ রিপোর্টার করোনায় আক্রান্ত
দৈনিক জনকণ্ঠের ডেপুটি চিফ রিপোর্টার কাউসার রহমান করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। ঈদের আগে থেকে তিনি অসুস্থ ছিলেন। আজ সোমবার তার শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয় বলে জানিয়েছেন পত্রিকাটির বিশেষ প্রতিনিধি উত্তম চক্রবর্তী। এ নিয়ে জনকণ্ঠ পত্রিকায় দুইজন করোনায় আক্রান্ত হলেন।
এদিকে গতকাল রোববার (৩১ মে) পর্যন্ত মহামারি করোনাভাইরাসে ২২৫ সংবাদকর্মীর আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আর মারা গেছেন ৩ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন। সুস্থ হয়েছেন ৬৩ জন।
গত ২৮ এপ্রিল দৈনিক সময়ের আলোর সিটি এডিটর ও চিফ রিপোর্টার এবং জ্যেষ্ঠ সাংবাদিক হুমায়ুন কবির খোকনের মৃত্যু হয়। এরপর মারা যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ। তার বয়স হয়েছিল ৭০ বছর। গতকাল রোববার (৩১ মে) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বেসরকারি টিভি চ্যানেল এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান ও দেশের স্বনামধন্য আবৃত্তিকার মোস্তফা কামাল সৈয়দ। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন সাংবাদিক হলেন- দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান, দৈনিক সময়ের আলোর সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু এবং দৈনিক বাংলাদেশের খবরের ফটোগ্রাফার এম মিজানুর রহমান খান।
এইচএস/এনএফ/জেআইএম