দুই প্রতিষ্ঠান-৫ সাংবাদিক পেলেন প্রেস কাউন্সিল পদক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫১ পিএম, ২৫ অক্টোবর ২০২২

এ বছর সেরা গণমাধ্যম হিসেবে প্রাতিষ্ঠানিক বিভাগে প্রেস কাউন্সিল পুরস্কার পেয়েছে দৈনিক যুগান্তর। এছাড়া পাঁচজন সাংবাদিক ও আঞ্চলিক প্রাতিষ্ঠানিক সম্মাননায় খুলনার দৈনিক পূর্বাঞ্চলও এ পুরস্কার পেয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর তথ্য ভবনে বাংলাদেশ প্রেস কাউন্সিল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত প্রেস কাউন্সিল পদক- ২০২২ প্রদান অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে এ পদক তুলে দেন।

jagonews

দৈনিক যুগান্তরের পক্ষে সম্মাননা গ্রহণ করেন পত্রিকাটির সম্পাদক সাইফুল আলম। এছাড়া বরেণ্য সাংবাদিক ও দৈনিক সংবাদের সম্পাদক বজলুর রহমান মরণোত্তর আজীবন সম্মাননা পদক পেয়েছেন। বজলুর রহমানের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন তার স্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

গ্রামীণ সাংবাদিকতায় দৈনিক ভোরের কাগজের সোনাগাজী প্রতিনিধি সৈয়দ মনির আহমদ, উন্নয়ন সাংবাদিকতায় বাংলা ট্রিবিউনের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. শাহেদুল ইসলাম (শাহেদ শফিক), নারী সাংবাদিকতায় বিটিভির প্রতিবেদক তুলনা আফরিন, আলোকচিত্র সাংবাদিকতায় দি নিউ এজের নিজস্ব ফটো সাংবাদিক মো. সৌরভ লস্কর প্রেস কাউন্সিল পদক পেয়েছেন।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেও বাংলাদেশকে অন্যান্য দেশের তুলনায় অনেক ভালোভাবে পরিচালনা করছে। সে কারণে আমরা অনেক দেশের চেয়ে ভালো আছি।

তিনি আরও বলেন, কয়েকদিন আগে একটি পত্রিকা রিপোর্ট করেছে-  যুক্তরাজ্যের অনেক মানুষ এখন কয়েক বেলা না খেয়ে থাকে। আমাদের দেশে এখনো সে পরিস্থিতি তৈরি হয়নি। যুক্তরাষ্ট্রে এসএমএস করে সবাইকে আরও কয়েক মাস আগে বলা হয়েছে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহারের জন্য।

‘জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক মিনিটের জন্যও কখনো বিদ্যুৎ যায়নি, সেই জার্মানিতেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর লোডশেডিং শুরু হয়েছে, রেশনিং করা হয়েছে। অস্ট্রেলিয়াতে কখনো বিদ্যুৎ যেতো না, সেখানেও সিডনিসহ বিভিন্ন জায়গায় লোডশেডিং হচ্ছে।’

তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে পান থেকে চুন খসলেই মির্জা ফখরুল সাহেব লাফ দিয়ে কথা বলেন। অবশ্যই সরকারের ভুল থাকলে, সেটি নিয়ে সমালোচনা হবে। সমালোচনাকে সমাদৃত করার মানসিকতা আমাদের আছে। শেখ হাসিনা সে সংস্কৃতি লালন করেন।

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন- প্রেস কাউন্সিলের সদস্য ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ।

আরও উপস্থিত ছিলেন- প্রেস কাউন্সিলের সদস্য ও বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক শ. ম. গোলাম কিবরিয়া, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া।

এনএইচ/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।