শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি ফারুক সম্পাদক আফরিন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ০৫ মার্চ ২০২৪
ফারুক খান ও আফরিন জাহান

শিপিং রিপোর্টার্স ফোরাম বাংলাদেশের (এসআরএফবি) ২০২৪-২০২৫ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কণ্ঠের সম্পাদক ফারুক খান। এছাড়া বাংলাদেশ টেলিভিশনের আফরিন জাহান আবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি রেস্টুরেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৩ সদস্যের কমিটিতে কোনো পদেই একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। নতুন কমিটিতে সহ-সভাপতি হাবিবুর রহমান (একাত্তর টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুজ (চ্যানেল টোয়েন্টিফোর), অর্থ সম্পাদক শামছুল ইসলাম (নয়াদিগন্ত, পুনর্নির্বাচিত), সাংগঠনিক সম্পাদক মাহমুদ রাকিব (এখন টেলিভিশন), দপ্তর সম্পাদক ফয়সাল আহমেদ (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড) ও প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন মেসবাহ উল্লাহ শিমুল (ভয়েস সেভেন নিউজ)।

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি ফারুক সম্পাদক আফরিন

এছাড়া নির্বাহী সদস্য হলেন- বিদায়ী সভাপতি কাজী এমাদ উদ্দিন জেবেল (যুগান্তর), রাশেদ আলী (একুশে টেলিভিশন), আশীষ কুমার সেন (দৈনিক জনতা), রতন চন্দ্র বালো (আমার বার্তা)। নির্বাহী কমিটি একজন সদস্য কো-অপ্ট করতে পারবেন।

এর আগে বার্ষিক সাধারণ সভায় বিগত দুই বছরের আয়-ব্যয়সহ যাবতীয় প্রতিবেদন উপস্থাপন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আফরিন জাহানের সঞ্চালনায় সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি কাজী জেবেল। এ সময় অর্থ সম্পাদক শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক আফরিন জাহান নিজ নিজ প্রতিবেদন উপস্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়।

এজিএমে সংগঠনের সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। পরে প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা কাজলের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেন। কমিশনের অন্য দুই সদস্য হলেন শফিকুল ইসলাম ও কামাল হোসেন তালুকদার।

আরএমএম/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।