দারুননাজাত একাডেমির কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দারুননাজাত একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। ২২ ফেব্রুয়ারি সকাল ১১টায় ঢাকার ডেমরায় একাডেমির অডিটরিয়ামে পাঁচ গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, ২০ ফেব্রুয়ারি প্লে থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত সব ক্লাসে প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হয়। কবি ফররুখ আহমদের ‘মাতৃভাষা’, কবি আল মাহমুদের ‘একুশের কবিতা’ ও কবি কায়কোবাদের ‘বঙ্গভূমি ও বঙ্গভাষা’ কবিতা ছিল শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ক্ষুদে শিক্ষার্থীরা বেশ উৎফুল্ল।

পুরস্কার বিজয়ী প্রথম শ্রেণির শিক্ষার্থী মেহরান তাজমিল বলে, ‘দারুননাজাত একাডেমিতে অনেক অনুষ্ঠান হয়। আমরা অনেক আনন্দ করি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আবৃত্তি করেও অনেক আনন্দ পেয়েছি। বন্ধুদের সাথে প্রতিষ্ঠান নিয়ে অনেক গল্প করি। আবৃত্তিতে পুরস্কার অর্জন আমার জন্য অনেক বেশি আনন্দের।’

অনুষ্ঠানে দারুননাজাত একাডেমির সিইও নাজমুল ইসলাম, বাংলা বিভাগের প্রভাষক ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার সমন্বয়ক শাকিল আহমেদ উপস্থিত ছিলেন।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।