আন্তর্জাতিক প্রেস ফটো প্রতিযোগিতায় আলোকচিত্র জমা শুরু

তরুণ আলোকচিত্রীদের নিয়ে রাশিয়ার আন্দ্রেই স্টেনিন আন্তর্জাতিক প্রেস ফটো প্রতিযোগিতার একাদশ আসরের জন্য আলোকচিত্র জমা নেওয়া শুরু হয়েছে। এই প্রতিযোগিতার নামকরণ হয়েছে রসিয়া সেগোদনিয়া মিডিয়া গ্রুপের বিশিষ্ট ফটোসাংবাদিক আন্দ্রেই স্টেনিনের নামে, যিনি ২০১৪ সালের গ্রীষ্মে দোনেৎস্কের কাছে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছিলেন।
আন্দ্রেই স্টেনিন প্রতিযোগিতার কিউরেটর ওকসানা ওলেইনিক জানিয়েছেন, টানা এগারো বছরের মতো আন্দ্রেই স্টেনিন আন্তর্জাতিক প্রেস ফটো প্রতিযোগিতা শুরু করার ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। আগের বছরগুলোর মতোই তরুণ ফটো সাংবাদিকদের কাছ থেকে আমরা এবারও আকর্ষণীয় কিছু আশা করছি।
তিনি বলেন, অসংখ্য চ্যালেঞ্জ এবং অনিশ্চয়তার পরও আমাদের প্রতিযোগিতা ধারাবাহিকভাবে অসংখ্য দেশ এবং মহাদেশের পেশাদার ফটোগ্রাফারদের আগ্রহ আকর্ষণ করে আসছে। বিশ্বব্যাপী ফটোগ্রাফি সম্প্রদায় কোনো রাজনৈতিক বাধায় দমে না গিয়ে পেশাদারিত্ব ও সততার প্রতি প্রতিশ্রুতিতে অটল থাকে। তারা তাদের দৃশ্যমান অভিব্যক্তির মাধ্যমে যে ছবিগুলো প্রকাশ করে সেগুলো তাদেরকে বৈচিত্র্যময় ও আন্তর্জাতিক দর্শক মহলের কাছে গ্রহণযোগ্য করে তোলে। আর এর জন্য আমরা বিভিন্ন দেশের বিজয়ী এবং চূড়ান্ত প্রতিযোগীদের নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করে থাকি।
১১তম আন্দ্রেই স্টেনিন আন্তর্জাতিক প্রেস ফটো প্রতিযোগিতার থিম নির্ধারণ করা হয়েছে- মহানুভবতাই পৃথিবীকে রক্ষা করবে। আর প্রতিযোগিতার মধ্যে এই লক্ষ্যকে ফুটিয়ে তোলার জন্য যথাসাধ্য চেষ্টা করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
১৮ থেকে ৩৩ বছর বয়সী পেশাদার আলোকচিত্রীদের প্রতিযোগিতার ওয়েবসাইট রুশ ভাষায় অথবা ইংরেজিতে আবেদন জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। চলতি বছর এই প্রতিযোগিতায় আলোকচিত্র জমা দেওয়ার শেষ সময় ২৮ ফেব্রুয়ারি। ঐতিহ্যগতভাবে প্রতি বছর ২২ ডিসেম্বর এই প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়।
২০২৫ সালের প্রতিযোগিতার পুরস্কার হিসেবে প্রতিটি বিভাগে প্রথম স্থান অধিকারীর জন্য ১ লাখ ২৫ হাজার রুবল (১,২০০ মার্কিন ডলার), দ্বিতীয় স্থান অধিকারীর জন্য ১ লাখ রুবল (৯৬৫ মার্কিন ডলার) এবং তৃতীয় স্থান অধিকারীর জন্য ৭৫ হাজার রুবল (৭২৩ মার্কিন ডলার) প্রদান করা হবে।
প্রতিযোগিতায় সর্বোচ্চ সম্মাননা, গ্র্যান্ড প্রি জয়ী ব্যক্তি ৭ লাখ রুবল (৬,৭৫০ মার্কিন ডলার) পাবেন।
১১তম আন্দ্রেই স্টেনিন আন্তর্জাতিক প্রেস ফটো প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে মস্কোতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এএমএ/জেআইএম