শ্যামলীতে নারীদের প্রতি সহিংসতায় অভিযুক্ত সেই রাসেল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১১ মার্চ ২০২৫
নারীদের প্রতি সহিংসতাকারী রাসেলকে গ্রেফতার ডিবির সাইবার ক্রাইম ইউনিট

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের প্রতি সহিংসতাকারী মো. রাসেল হোসেনকে (৩০) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবির সাইবার ক্রাইম ইউনিট।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তালেবুর রহমান বলেন, সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাসেলকে মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করে ডিবির সাইবার ফাইন্যান্সিয়াল ক্রাইমের একটি চৌকস দল।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, গত ২৯ আগস্ট রাসেল শ্যামলী স্কয়ারের সামনে নারীদের প্রতি বিভিন্ন অবমাননাকর কথা বলে ও লাঠি দিয়ে আঘাত করে সহিংস আচরণ করে। পরবর্তী সময়ে সেই ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেআর/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।