জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়ছে না: বিপিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০১ পিএম, ২৯ জুন ২০২৫
দেশে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে বিপিসি/ প্রতীকী ছবি

বর্তমানে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। পাশাপাশি জ্বালানি তেলের দাম বাড়ছে না বলেও জানানো হয়েছে।

রোববার (২৯ জুন) বিকেলে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন বিপিসির পরিচালক (বিপণন) যুগ্ম সচিব ড. এ কে এম আজাদুর রহমান।

আরও পড়ুন

তিনি বলেন, অনেকে মনে করেছিল তেলের দাম বাড়বে। এজন্য কিছু অসাধু ব্যবসায়ী তেল স্টক করে রেখেছিলেন। কিন্তু বিকেলে জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণায় দাম বাড়ানো হয়নি। এখন জ্বালানি তেলের কোনো সংকট নেই, সরবরাহ স্বাভাবিক রয়েছে।

এনএস/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।