ওয়ারী থেকে ১০ হাজার ইয়াবাসহ চার কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২১ অক্টোবর ২০২৫

রাজধানীর ওয়ারী থানাধীন কাপ্তানবাজার এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসও জব্দ করা হয়।

মঙ্গলবার (২১অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- মো. জিয়াউল হক (৩৮), মো. আব্দুল্লাহ (৩০), মো. ফয়সাল (২৪) ও মো. শাহজাহান (২৫)।

সোমবার (২০ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার ওয়ারী থানাধীন নবাবপুর এলাকার কাপ্তানবাজার কমপ্লেক্স-২ এর সামনের রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের ইয়াবা ও মাইক্রোবাসসহ গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম।

ডিবি-গুলশান বিভাগের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, সোমবার বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে কিছু মাদক কারবারি ইয়াবাসহ ঢাকায় প্রবেশ করছে। এই তথ্যের ভিত্তিতে ঢাকার ওয়ারী থানাধীন নবাবপুর এলাকায় কাপ্তানবাজার কমপ্লেক্স-২ এর সামনের পাকা রাস্তার ওপর ডিবি পুলিশের একটি টিম ব্যারিকেড দিয়ে চেকপোস্ট স্থাপন করে। কাঙ্ক্ষিত মাইক্রোবাসটি আসলে থামার সংকেত দেওয়া হয়। পরবর্তীতে মাইক্রোবাসটি তল্লাশিকালে তাদের কাছ থেকে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১০ হাজার ইয়াবাসহ মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেআর/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।