মাওয়া এক্সপ্রেসওয়েতে পড়েছিলেন বৃদ্ধ, ঢামেকে মৃত ঘোষণা
ঢাকা-মাওয়া হাইওয়েতে অচেতন অবস্থায় পড়ে ছিলেন অজ্ঞাতপরিচয় (৭০) এক বৃদ্ধ। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেকে নিয়ে আসা কেরানীগঞ্জের ফায়ার সার্ভিসের সদস্য আকতার হোসেন বলেন, আমরা খবর পেয়ে মাওয়া হাইওয়ে ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/এমএএইচ/