বগুড়ায় ট্রাকে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ


প্রকাশিত: ০৫:২৭ পিএম, ২৮ জানুয়ারি ২০১৫

বগুড়ায় দু`টি ট্রাকে পেট্রলবোমা ও ককটেল ছুঁড়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বগুড়া শহরতলির এরুলিয়া এলাকা ও মফিজ পাগলার মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরতলির এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে সারবাহী একটি ট্রাকে এই বোমা ছোঁড়া হয়। এতে অল্পের জন্য রক্ষা পান চালক ও তার সহকারী।

প্রায় একই সময়ে বগুড়া শহরের মফিজ পাগলার মোড় এলাকায় সাতমাথা-শেরপুর সড়কে বাংলাদেশ এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের (প্রাণ) খাদ্যপণ্যবাহী একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।

বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) উজ্জ্বল কুমার দাবি করেন, এরুলিয়া এলাকায় সারবোঝাই ট্রাকে অবরোধকারীরা ককটেল হামলা চালালে তাতে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।



এসআরজে/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।