৪ ‘জিনের বাদশা’ আটক
প্রতীকী ছবি
‘জীনের বাদশা’ পরিচয়ে অপরাধ কাজে লিপ্ত থাকার অভিযোগে গাইবান্ধা থেকে চারজনকে আটক করেছে সিআইডির ডেমরা ইউনিট। শনিবার রাতে তাদের আটক করা হয়েছে।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, আটককৃতরা জিনের বাদশা সেজে অনেককে ফোনে ভয়ভীতি দেখিয়ে তাদের ব্যক্তিগত তথ্য, ঠিকানা সংগ্রহ করতো। পরবর্তীতে তাদের বাড়ি থেকে টাকাসহ স্বর্ণালঙ্কার লুটে নিতো।
এ বিষয়ে বিস্তারিত জানাতে রোববার বিকেল ৩টায় সিআইডি হেড কোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এআর/জেডএ/এমএস