হজে যেতে পারছেন না ৩০ হাজার আবেদনকারী


প্রকাশিত: ০৩:২৪ এএম, ২২ এপ্রিল ২০১৫

এবারে হজে যেতে পারছেন না ৩০ হাজার আবেদনকারী। হজে যেতে প্রথমবারের মতো কোটার চেয়ে আবেদনের সংখ্যা বেশি হওয়ার তারা এবারের হজের সুযোগ হারাচ্ছেন।

জানা গেছে, এবারে হজে যেতে এক লাখ ১১ হাজার ১২ জন হজে যেতে ব্যাংকে টাকা জমা দিয়েছেন। কিন্তু এবার বাংলাদেশের হজযাত্রীর কোটা এক লাখ এক হাজার ৭৫৮ জন। তাই অতিরিক্ত ৯ হাজার ২৫৪ জন হজে যেতে পারবেন না। তবে হজ এজেন্সিগুলো জানিয়েছে কোটার অতিরিক্ত আরও প্রায় ৩০ হাজার জন হজে যেতে আবেদন করেছেন। ফলে ব্যাংকে টাকা জমা দিলেও সরকারি-বেসরকারি মিলিয়ে এবার ৩০ হাজার আবেদনকারী হজে যেতে পারছেন না।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।