রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের ৪২ শতাংশ এখনও বেকার


প্রকাশিত: ০৯:১৭ এএম, ২২ এপ্রিল ২০১৭
ফাইল ছবি

সাভারের রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মধ্যে ৪২ দশমিক ৪ শতাংশ এখনও বেকার রয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক দাতা সংস্থা অ্যাকশনএইড।

শনিবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ‘অবিস্মরণীয় অমার্জনীয় : রানা প্লাজা’ শিরোনামে এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য দেয় সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, সংস্থাটি এক হাজার ৪০৩ জন আহত ও ৬০৭ জন নিহত শ্রমিকের পরিবারের ওপর এ জরিপ পরিচালনা করে। এর মধ্যে এখনও ৪৮ শতাংশ শ্রমিক শারীরিক এবং ৩৩ দশমিক ৪ শতাংশ মানসিকভাবে অসুস্থ। আর অসুস্থতার কারণে এসব শ্রমিক কাজে ফিরতে পারছেন না।

এর আগে, ২০১৬ সালের এপ্রিলে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে ৪৮ শতাংশ শ্রমিকের বেকারত্বের কথা জানিয়েছিল অ্যাকশনএইড। এছাড়া প্রায় ৫৯ শতাংশ শ্রমিক দীর্ঘমেয়াদি মানসিক সমস্যায় ভুগছেন বলেও জানানো হয়েছিল।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনা ঘটে। ওই সময় এ ভবন থেকে এক হাজার ১১৭ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে মারা যান আরও ১৯ জন। জীবিত উদ্ধারকৃতদের মধ্যে এক হাজার ৫২৪ জন আহত হন। তদের মধ্যে গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে অনেক শ্রমিক।

এসআই/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।