তিন দিনের রিমান্ডে দুই আইএস সদস্য


প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২৫ মে ২০১৫

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দুই সদস্যকে তিন দিনের রিমান্ডে নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার এসআই (ডিবি) জাকির হোসেনের ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতারকৃত আমিনুল ইসলাম বেগ (৩৫) ও সাকিব বিন কামাল (৩০) ইরাক ও সিরিয়াভিত্তিক সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য বলে জানিয়েছে পুলিশ।

এর আগে রোববার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রাজধানীর উত্তরা পশ্চিম মডেল থানার ১৪ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের একটি বাসা থেকে আমিনুলকে এবং মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে সাকিবকে গ্রেফতার করে।

আমিনুল ইসলাম বেগ নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন `জামাতুল মোজাহিদীন বাংলাদেশ` (জেএমবি) এর আঞ্চলিক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেলেন এবং সাকিব বিন কামাল এ সংগঠনের সক্রিয় সদস্য বলে দাবি করে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, একটি ল্যাপটপ চার্জার, তিনটি দামি মোবাইল সেট, বিভিন্ন লেখকের সাতটি জিহাদি বই ও ডায়েরি উদ্ধার করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সোমবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ।

তিনি জানান, আমিনুল ইসলাম বাংলাদেশে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের প্রকৌশলী হিসেবে ঊর্ধ্বতন পদে কাজ করছিলেন। দুজনই উচ্চবিত্ত পরিবারের সন্তান ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ। আইএসের নির্দেশিত খিলাফত প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য ছিল। এজন্য আমিনুল ইসলাম অর্থ, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে দেশের গুরুত্বপূর্ণ স্থান ও বিশিষ্ট ব্যক্তিদের ওপরে হামলার পরিকল্পনা করছিলেন।

মনিরুল ইসলাম আরো বলেন, দেশের গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে উৎখাতের মাধ্যমে আইএসের নির্দেশে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা বিভিন্নভাবে গোপনে অর্থ ও কর্মী সংগ্রহ, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে দেশের আইন শৃঙ্খলার অবনতি, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে হত্যা ইত্যাদির মাধ্যমে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আইএসের বাংলাদেশ প্রতিনিধি ও সমন্বয়ক হিসেবে কাজ করে আসছেলেন।

এসকেডি/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।