বঙ্গবন্ধুর পিএস অনুর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:১২ পিএম, ১৮ অক্টোবর ২০১৭
ফাইল ছবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সচিব (পিএস) ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এ এম নূরুল ইসলামের (অনু) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার এক শোক বার্তায় তিনি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন। শোকবার্তায় রাষ্ট্রপতি প্রবাসে আওয়ামী লীগকে সংগঠিত করার ক্ষেত্রে অনুর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

তিনি বলেন, তার মৃত্যুতে আমরা একজন নিবেদিত প্রাণ রাজনীতিক ও দক্ষ সংগঠককে হারিয়েছি।

উল্লেখ্য, এম নূরুল ইসলাম (অনু) হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৭টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

তিনি দুই ছেলে, নাতি-নাতনি, এক ভাই ও এক বোন এবং আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এফএইচএস/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।