বস্ত্রমন্ত্রীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ‘গুজব’
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর গুজব বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন বিএসএমএমইউ উপাচার্য।
উপাচার্য কনক কান্তি বড়ুয়া বলেন, ‘গোলাম দস্তগীর গাজী করোনাভাইরাসে আক্রান্ত নন। উদ্বেগের কোনো কারণ নেই। তিনি বুকে ব্যথা এবং জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।’
তিনি অন্য কোন রোগে আক্রান্ত সেটা জানার জন্য মেডিকেল বোর্ড গঠন করে পরীক্ষা-নিরীক্ষা চালছে বলে জানিয়েছেন তিনি।
গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে কনক কান্তি বড়ুয়া বলেন, ‘এভাবে গুজব রটালে হাসপাতালে আতঙ্কের সৃষ্টি হয়।’
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত হালদার জানান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী রুটিন চেকআপের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি আছেন। মন্ত্রী উচ্চ রক্তচাপ ও বাত ব্যথাজনিত কিছু সাধারণ শারীরিক সমস্যায় চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন।
এমইউ/পিডি/এমএফ/এমকেএইচ