সংসদের বিশেষ অধিবেশনের বিষয়ে সিদ্ধান্ত বুধবার
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে সংসদের বিশেষ অধিবেশন হবে কি-না, সে বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী বুধবার (১১ মার্চ)। সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্তটি নেয়া হবে।
সেদিন বিকেল ৪টায় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে।
সংসদ সচিবালয়ের একাধিক কর্মকর্তা জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষ উদযাপনে আগামী ২২ মার্চ জাতীয় সংসদে বিশেষ অধিবেশন বসার কথা রয়েছে। এই অধিবেশনে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীর ভাষণ দেয়ার কথা ছিল। এই বিশেষ অধিবেশন দুই কার্যদিবস চলার কথা ছিল।
কিন্তু সরকারের পক্ষ থেকে রোববার (৮ মার্চ) বলা হয়, দেশে করোনাভাইরাস দেখা দেয়ায় কোনো বিদেশি অতিথি আসছেন না। মুজিববর্ষের ১৭ মার্চের মূল অনুষ্ঠানও স্থগিত ঘোষণা করা হয়।
এর আগে ১৯৭৪ সালের ৩১ জানুয়ারি ও ১৮ জুন সংসদে বিশেষ অধিবেশন বসেছিল। যেখানে যথাক্রমে সাবেক যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট জোসেফ মার্শাল টিটো এবং ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি ভাষণ দিয়েছিলেন।
এইচএস/এইচএ/পিআর