করোনা রোগীরা সুস্থ তবুও ছাড়পত্র পাচ্ছেন না যে কারণে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১০ মার্চ ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসাধীন ইতালিফেরত দুই প্রবাসী সুস্থ আছেন তবুও তারা হাসপাতাল থেকে ছাড়পত্র পাচ্ছেন না। স্বভাবতই প্রশ্ন উঠতে পারে রোগীরা যদি সুস্থ থাকেন তবে কেন রিলিজ (ছাড়পত্র) পাচ্ছেন না।

স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সাবরিনা ফ্লোরা বলেন, করানোভাইরাসে আক্রান্ত যে তিনজন রোগী হাসপাতালে চিকিৎসাধীন তাদের শারীরিক অবস্থা আগেও ভালো ছিল, এখনও ভালো আছেন। তাদের মধ্যে দুজনের খুবই মৃদু উপসর্গ ছিল। সেই মৃদু উপসর্গগুলোও এখন আর নেই।

যদি সুস্থ থাকেন তবে কেন ছাড়পত্র পাচ্ছেন না- এমন প্রশ্নের জবাবে আইইডিসিআর পরিচালক বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুসারে আক্রান্ত রোগীদের পরপর দুটি নমুনার পরীক্ষায় নেগেটিভ না এলে রোগী সুস্থ থাকলেও হাসপাতাল থেকে রিলিজ দেয়া হবে না। সেদিক থেকে তারা এখনও নেগেটিভ হয়নি। তাদের পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরপর দুবার পরীক্ষায় নেগেটিভ এলে রিলিজ দেয়া হবে। তবে ক্লিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষায় তারা ভালো আছেন, কোনো ধরনের জটিলতা নেই।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হন। তাদের মধ্যে দুজন ইতালি প্রবাসী এবং অপরজন তাদের একজনের সংস্পর্শে এসে করোনা আক্রান্ত হন। এ তিনজনের সংস্পর্শে আরও যারা এসেছেন তাদের মধ্যে কয়েকজনকে কোয়ারেন্টাইন করা হয়েছে এবং তাদের নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে বলে জানান আইইডিসিআর পরিচালক।

এমইউ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।