করোনা মোকাবিলায় সচেতনতা তৈরিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১১ মার্চ ২০২০

করোনাভাইরাস মোকাবিলায় জনসচেতনতা তৈরিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

বুধবার (১১ মার্চ) বিটিআরসির চেয়ারম্যান বরাবর সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ আহ্বান জানানো হয়।

চিঠিতে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন জানায়, দেশের প্রতিটি নাগরিকই কোনো না কোনোভাবে টেলিযোগাযোগ সেবার গ্রাহক। প্রতিটি নাগরিকের দ্রুত সতর্ক ও সচেতনতা তৈরিতে টেলিযোগাযোগের মাধ্যম ভূমিকা পালন করে। চীনের উহান প্রদেশে করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই সারাবিশ্বের মতো বাংলাদেশের নাগরিকরাও চরম উদ্বেগের মধ্যে ছিল। সরকার এক মাস ধরে করোনা মোকাবিলায় কার্যক্রম গ্রহণ করে চলেছে। এর ধারাবাহিকতায় আইইডিসিআরবি প্রতিদিনই সংবাদ সম্মেলন করে পরিস্থিতি জানিয়ে দিচ্ছে।

তিন দিন আগে বাংলাদেশে করোনা শনাক্ত হওয়ার পর নাগরিকদের মধ্যে চরম উৎকণ্ঠা ও উদ্বেগ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে এ নিয়ে নানা গুজব-অপপ্রচারও করা হচ্ছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন টেলিযোগাযোগ সেবার অভিভাবক হিসেবে কমিশনের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি।

চিঠিতে আরও বলা হয়, বর্তমানে সবচেয়ে বড় গণমাধ্যম হচ্ছে মুঠোফোন। জনসচেতনতা, গুজব প্রতিরোধ ও করোনা মোকাবিলায় করণীয় সম্পর্কে প্রতিটি নাগরিককে দ্রুত সংবাদ পৌঁছাতে পারে টেলিকম অপারেটররা। অভিভাবক হিসেবে কমিশন পারে দিকনির্দেশনা দিতে। ইতোমধ্যে একটি অপারেটর শুধু তাদের গ্রাহকদের ক্ষেত্রে আইইসিডিআরবির জরুরি নম্বরে ফোন করতে টোল ফ্রি করেছে। এটি ভালো উদ্যোগ। তবে সব অপারেটর এ ধরনের উদ্যোগ নিলে দেশের ১৬ কোটি নাগরিকই এ সেবার আওতায় আসতো।

কমিশনের সংগঠনের পক্ষ থেকে প্রস্তাবনাগুলো তুলে ধরা বলা হয়, প্রথমত অপারেটরদের সচেতনতামূলক ও করণীয় সম্পর্কিত মেসেজ প্রদানের নির্দেশনা দিতে পারে।

দ্বিতীয়ত, অপারেটরদের কনটেন্ট চ্যানেলগুলোতে এ সংক্রান্ত নাটিকা প্রচার ও বিশেষজ্ঞদের মতামত তুলে ধরার নির্দেশনা দেয়া যেতে পারে।

তৃতীয়ত, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে গুজব-অপপ্রচার অপসারণ করে সঠিক দিকনির্দেশনা প্রদান করতে পারে।

চতুর্থত, কমিশনের কাছে গ্রাহকদের গচ্ছিত সামাজিক নিরাপত্তা তহবিল দিয়ে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে কমিশন প্রদান করতে পারে।

তাছাড়া কমিশনের সব লাইসেন্সধারী প্রতিষ্ঠানকে করোনা মোকাবিলায় কমিশনের নেতৃত্বে একযোগে দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায় মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

এএস/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।