করোনা নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে : শিক্ষামন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ১১ মার্চ ২০২০

করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘একটি মহল সামাজিক মাধ্যমসহ বিভিন্নভাবে করোনাভাইরাস নিয়ে অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। এটি নিয়ে একটি বিশেষায়িত প্রতিষ্ঠান কাজ করছে। তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের চলতে হবে।’

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার (১১ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে ‘প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা এখনও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো ঘোষণা দেইনি। অথচ একটি মহল সামাজিক মাধ্যমসহ বিভিন্নভাবে করোনাভাইরাস নিয়ে অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। আমি আহ্বান জানাব, আপনারা গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। সরকার করোনাভাইরাসের বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শেই সব কিছু করছে এবং করবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘সর্বক্ষেত্রে নারীর চলার পথে বাধা সৃষ্টি করা হচ্ছে। সেটি আরও বেশি হয় ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে। ১৯৯৭ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে সেই বাধা দূর হতে থাকে। নারীরা এখন আগের চেয়ে অনেক বেশি স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী। সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ জায়গায় তারা দায়িত্ব পালন করছেন।’

নিজের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি যখন প্রথমবার পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলাম, তখন আমার বয়স নিয়ে অনেকেই কথা বলেছিলেন। অথচ এর আগে আমার চেয়ে কম বয়সে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দুজন দায়িত্ব পালন করেছেন। তাদের নিয়ে কেউ কথা বলেনি। আমাকে নিয়ে বলেছে, কারণ আমি একজন নারী।’

তিনি বলেন, ‘আমরা কারও করুণা নয়, আমাদের যোগ্যতা দিয়েই এগিয়ে যেতে চাই। যেতে হবে। আমাদের যোগ্যতা তৈরির পথে পুরুষ যেন বাধা তৈরি না করে।’

ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সিনিয়র সদস্য আঙ্গুর নাহার মন্টি। সভায় স্বাগত বক্তব্য রাখেন নারী বিষয়ক সম্পাদক রীতা নাহার। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিআরইউর সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী।

এছাড়া দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, ডিআরইউর সিনিয়র সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ডিআরইউর সাবেক সহ-সভাপতি মাহমুদা চৌধুরী, আমাদের অর্থনীতির সম্পাদক নাসিমা খান মন্টি, ডিআরইউর সহ-সভাপতি নজরুল কবীর বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে ছিল আবৃত্তি-দল পঞ্চকন্যার ‘আমরা অগ্নিজিতারা’র পরিবেশনা ও উদীচী শিল্পীগোষ্ঠীর গান। নারী সদস্যদের বিশেষ সংকলন ‘কণ্ঠস্বর’র বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন শিক্ষামন্ত্রীসহ অন্যরা।

এইচএস/এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।