বিমানের ৫ রুটে ১১ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ১৪ মার্চ ২০২০

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আরও পাঁচটি রুটের ১১টি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এগুলোর মধ্যে দুটি আন্তর্জাতিক ও তিনটি দেশীয় রুট।

শনিবার (১৪ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

বাতিল হওয়া রুট পাঁচটি হলো- অভ্যন্তরীণ ঢাকা-যশোর, ঢাকা-রাজশাহী ও ঢাকা-সৈয়দপুর এবং বিদেশি ঢাকা-কাঠমান্ডু ও ঢাকা-ব্যাংক ফ্লাইট।

বিমান সূত্র জানায়, ১৫ মার্চের ঢাকা-যশোর, ১৫ ও ১৬ মার্চের ঢাকা-রাজশাহী এবং ১৬ মার্চের ঢাকা-সৈয়দপুর রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে।

এছাড়া ২৪, ২৯, ৩০ এবং ৩১ মার্চের ঢাকা-কাঠমান্ডু; ১৬, ২৩ ও ৩০ মার্চের ঢাকা-ব্যাংক ফ্লাইট বাতিল করা হয়েছে।

১৯ ও ২২ মার্চ ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ছেড়ে যাবে।

মোকাব্বির হোসেন সাংবাদিকদের বলেন, মূলত যাত্রী সংখ্যা কমে যাওয়ায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭ মার্চ ও ১০ মার্চের কুয়েতগামী দুটি ফ্লাইট বাতিল করা হয়।

এছাড়া ভারত সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১৪ মার্চ থেকে দিল্লি ও কলকাতাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করা হয়েছে।

এআর/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।