সৌদিতে আটকে পড়াদের আনতে যাবে বিমান
ওমরাহ হজ ও বিভিন্ন কারণে সৌদি আরবে আটকে পড়া থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট সৌদি যাচ্ছে। আগামী ১৭ মার্চ সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে আসবে বিমান বাংলাদেশের এই ফ্লাইটটি। সেখান থেকে ফিরতে ইচ্ছুক আটকে পড়াদের ফিরিয়ে আনবে বিমান।
এ বিষয়ে রোববার সন্ধ্যায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মোকাব্বির হোসেন সাংবাদিকদের বলেন, আগামী ১৭ মার্চ সকাল সাড়ে ৭টায় ফ্লাইটটি জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। আপাতত বিমান সৌদি আরবে আর কোনো ফ্লাইট পরিচালনা করবে না। জেদ্দা ও মদিনা থেকে দেশে আসার যাত্রীদের সেই ফ্লাইটে আসার অনুরোধ করা হলো।
এর আগে শনিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণায় বলা হয়, আগামী দুই সপ্তাহ সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। মধ্যপ্রাচ্যের দেশটিতে নতুন করে আরও ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৬।
অপরদিকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত সাময়িক সময়ের জন্য সব সিনেমা থিয়েটার বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব থিয়েটার বন্ধ থাকবে।
এআর/বিএ/এমকেএইচ