বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার নিয়ম না মানলে আইনগত ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ১৬ মার্চ ২০২০

হোম কোয়ারেন্টাইনে থাকার নিয়ম না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সোমবার আইইডিসিআরের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। জেলা প্রশাসকরা সেটা পারবেন। আমরা প্রাথমিকভাবে শাস্তিমূলক হিসেবে জরিমানা করার কথা বলেছি স্থানীয় ও জেলা প্রশাসনকে।’

ইতোমধ্যে এই জরিমানা শুরু হয়েছে। মানিকগঞ্জে কোয়ারেন্টাইন নির্দেশনা অমান্য করে কোয়ারেন্টাইন ছেড়ে বাইরে যাওয়ায় রোববার এক সৌদি প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বলেন, কোয়ারেন্টাইন নির্দেশনা অমান্য করে বাইরে যাওয়ায় ওই সৌদি প্রবাসীকে জরিমানা করা হয়।

কোয়ারেন্টাইনে থাকার সময় আপনার কী করা উচিত? সেইসঙ্গে আপনার পরিবারের অন্য সদস্যদের কী করণীয় থাকবে? তা জানিয়ে কিছু নির্দেশনা মেনে চলার অনুরোধ করেছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার সরকারের এক তথ্য বিবরণীতে ওই নির্দেশনার কথা জানানো হয়।

জেইউ/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।