তেল-গ্যাস অনুসন্ধানের আন্তর্জাতিক দরপত্র আহ্বান প্রক্রিয়া স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ১৬ মার্চ ২০২০

সমুদ্রের গভীর ও অগভীর অংশে উন্মুক্ত ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বানের (বিডিং রাউন্ড) সময়সূচি ঘোষণার প্রক্রিয়া স্থগিত করেছে সরকার। সোমবার সচিবালয়ে বিস্ফোরক পরিদফতরের অনলাইন সেবা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

দরপত্র আহ্বানের সময়সূচি ঘোষণা করা হচ্ছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দেখছি সারা বিশ্বে একটা অ্যাপিডেমিক তৈরি হয়ে গেছে বিষয়টা (করোনাভাইরাস) নিয়ে। আমাদের মনে হচ্ছে এ ধরনের ইন্টান্যাশনাল বিডিং এ খুব একটা সহযোগিতা করবে না। সুতরাং আমরা এটাকে স্থগিত করেছি।’

করোনাভাইরাস প্রতিরোধের উদ্যোগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস সম্পর্কে সবগুলো সংস্থাকে চিঠি দিয়েছি। সরকারের গাইডলাইন অনুযায়ী এ
চিঠি দেয়া হয়েছে। ইতোমধ্যে সচিবালয়ে পাশ দেয়া বন্ধ করে দিয়েছি।’

তিনি বলেন, ‘অনেকে অনুরোধ করেছেন বিদেশিদের আসতে দেয়ার। মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নিয়েছি এই মুহুর্তে না। আসলেও যেন তারা সুস্থতার সার্টিফিকেট নিয়ে আসেন এবং আসার পরও যেন ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকেন।’

এলপিজি বোতলে খুচরা মূল্য লেখার বিষয়ে আদালতের নির্দেশনা কবে বাস্তবায়ন হবে- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘দামের বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বার্ক) চিঠি দেয়া হয়েছে। কিভাবে দামটা রেগুলেট করা যায় এবং তারা একটি কমিটি করেছে কিভাবে দামটা উল্লেখ করা যায়। আজ একটা দাম উল্লেখ করলাম তিনমাস পর পরিবর্তন হল বিশ্ববাজারে সেই বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে। আমরা চাই দামটা যেন নিয়ন্ত্রিত থাকে এবং যেন সঠিক হয়।’

মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার অতি দ্রুত চিহ্নিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান নসরুল হামিদ।

অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান, বিস্ফোরক পরিদফতরের প্রধান বিস্ফোরক পরিদর্শক মো. মঞ্জুরুল হাফিজ উপস্থিত ছিলেন।

আরএমএম/এমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।