করোনা পর্যবেক্ষণে যাত্রা শুরু সমন্বিত নিয়ন্ত্রণকক্ষের
সারাদেশের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে যাত্রা শুরু করল সমন্বিত নিয়ন্ত্রণকক্ষের। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের নতুন ভবনে কোভিড-১৯ সমন্বিত নিয়ন্ত্রণকক্ষের যাত্রা হয়।
এ কক্ষ থেকে সারাদেশের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মানা হচ্ছে কি না, সারাদেশে আইসোলেশনে থাকা রোগীদের সবশেষ অবস্থা এখান থেকে মনিটর করা হবে।
মঙ্গলবার দুপুরে এখানে পরিদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, যারা সংক্রামক ব্যাধি আইন ভায়োলেট করবে, দেশের মানুষকে বিপদে ফেলবে, আরও অনেককে সংক্রমিত করবে, তাদের জরিমানা করা হবে।
‘যদি তারা বেশি অপরাধ করে, তাদের প্রয়োজনে জেলে দেয়া হবে। আইনে সে ধরনের কথা বলা হয়েছে।’ বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, আমাদের প্রয়োজনীয় কিটের মজুত রয়েছে। প্রয়োজনে আমদানি করব। কিটের সংকট হবে না বলে আশা করি।
বিশ্বের নানা দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন আবিস্কারের বিষয়টি নিয়ে তিনি বলেন, সেটা মাত্রই মানবদেহে ট্রায়াল করা হয়েছে। সেটা আমরা দেখছি। কার্যকরী হলে তা পরবর্তীতে দেখেশুনে ব্যবস্থা নেব।
এদিকে দেশে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের নমুনা সংগ্রহের মাধ্যমে পরীক্ষা করার পর এ দুজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস-সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ডা. ফ্লোরা জানান, নতুন করে যে দুজন আক্রান্ত হয়েছেন, তারা পুরুষ। একজন ইতালি ও অপরকজন যুক্তরাষ্ট্র থেকে এসেছেন। একজন ছিলেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে, আরেকজন একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি একজন আক্রান্তের সংস্পর্শে থেকে সংক্রমিত হয়েছেন। দেশে এখন মোট ১৬ জন আইসোলেশনে আছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৩ জন।
সংবাদ সম্মেলনের শুরুতে করোনাভাইরাসের হাত থেকে সুরক্ষিত থাকতে নাগরিকদের করণীয় তুলে ধরেন ডা. ফ্লোরা।
এর আগে গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো তিনজন করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানায় আইইডিসিআর। পরে আরও দুজন করোনায় আক্রান্ত হওয়ার কথা জানায় সরকার। এদের মধ্যে তিনজন সুস্থ হয়ে যান। ১৬ মার্চ আরও তিনজন আক্রান্ত হওয়ার তথ্য জানায় আইইডিসিআর। আর মঙ্গলবারের তথ্য অনুযায়ী, দেশে করোনায় মোট ১০ জন সংক্রমিত হলেও তিনজন সুস্থ হয়ে যাওয়ায় এখন চিকিৎসাধীন আছেন ৭ জন।
করোনাভাইরাস প্রতিরোধে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার।
চীনের উহান শহরে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস বিশ্বের ১৬২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে বিশ্বব্যাপী ৭ হাজার ১৬৫ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৫৫০। অপরদিকে, হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ৮৮১ জন।
এমএএস/বিএ/জেআইএম