ঢাকার রাস্তায় বাস কমেছে, বেড়েছে বাড়ি ফেরার চাপ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৫ পিএম, ১৮ মার্চ ২০২০

করোনাভাইরাসে বাংলাদেশে আক্রান্ত শনাক্তের পর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করায় ইতোমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। যারা ঢাকায় আছেন, তারাও খুব প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না। যার প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর রাস্তাঘাট ও যানবাহনে। বাজারগুলোতেও মানুষের যাতায়াত তুলনামূলকভাবে কমেছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে কারওয়ান বাজারে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে দেখা যায়, গণপরিবহনের সংখ্যা তুলনামূলকভাবে কম। যেসব বাস যাতায়াত করছে, সে সবের অধিকাংশেই তেমন যাত্রী নেই। কিছু বাসে অর্ধেকেরও কম যাত্রী। দু-একটি বাসে যাত্রী দাঁড়িয়ে যেতে দেখা গেছে।

ফার্মগেট ও কারওয়ান বাজারে রাস্তাঘাট এবং বাজারে তুলনামূলকভাবে জনসমাগম কম দেখা যায়।

dhaka-1.jpg

খোঁজ নিয়ে জানা গেছে, করোনাভাইরাসের কারণে মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না। অন্যদিকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধু রয়েছে। ফলে শিক্ষার্থীদের অনেকে বাড়ি ফিরেছেন। অনেকে এখনও ঢাকা ছাড়ছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর হল ছেড়েছেন অনেক শিক্ষার্থী। অনেকে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

অন্যদিকে শহরে মেসে থাকা শিক্ষার্থীদেরও অনেকে গ্রামে চলে গেছেন। অনেকে যাওয়ার চিন্তা-ভাবনা করছেন।

পিডি/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।