নেপাল চট্টগ্রাম কক্সবাজারসহ বিমানের ৯ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ১৮ মার্চ ২০২০

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটের ৮টি ফ্লাইট ও নেপালের কাঠমান্ডুগামী একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোকাব্বির হোসেন।

ফ্লাইট বাতিলের কারণ না জানালেও সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে এসব রুটে চরম যাত্রী সঙ্কট দেখা দিয়েছে। তাই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে।

বিমানের সিইও মোকাব্বির জানান, ২১ মার্চের যশোর, সৈয়দপুর, রাজশাহী, কক্সবাজারের একটি করে ফ্লাইট, ১৯ মার্চের চট্টগ্রামের একটি ফ্লাইট, ১৯ ও ২০ মার্চের সিলেটের ফ্লাইট এবং ২২ মার্চের কাঠমান্ডুর ফ্লাইট বাতিল করা হয়েছে।

তিনি আরও জানান, আমরা ২২ মার্চের কাঠমান্ডু ফ্লাইটের যাত্রীদের ১৯ মার্চ মার্চের ফ্লাইটে যাওয়ার অনুরোধ করছি।

সম্প্রতি স্ব স্ব দেশের নিষেধাজ্ঞার কারণে ওমানের মাস্কাট ও মালয়েশিয়ার কুয়ালালামপুরের ফ্লাইট বন্ধ ঘোষণা করে বিমান।

এআর/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।