চট্টগ্রামে আরও ১১ জন হোম কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১১:০৭ এএম, ১৯ মার্চ ২০২০

করোনাভাইরাস প্রাদুর্ভাব রুখতে চট্টগ্রামে বিদেশফেরত আরও ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এনিয়ে চট্টগ্রামে মোট ১০২ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় এই ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ফজলে রাব্বি মিয়া।

এর আগে চট্টগ্রামে মঙ্গলবার হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৬০ জনকে। এরা সবাই ছিলেন ওমরাফেরত যাত্রী।

ফজলে রাব্বি মিয়া বলেন,‘গতকাল বুধবার চট্টগ্রামে ১১ জন প্রবাসী এসেছেন। এরা সবাই যুক্তরাষ্ট্র, আরব আমিরাত এবং ইতালিফেরত যাত্রী। যেহেতু তারা করোনাদুর্গত দেশ থেকে ফিরেছেন তাই তাদের বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

চট্টগ্রামে সবচেয়ে ইতালিফেরত প্রবাসী বেশি। সে কারণে চট্টগ্রামকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে বলে জানান তিনি।

আবু আজাদ/এমএফ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।