বিশেষ অধিবেশন স্থগিতের প্রস্তাব, রাষ্ট্রপতির আদেশের অপেক্ষা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৪ এএম, ২১ মার্চ ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আহ্বান করা জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিতের প্রস্তাব তৈরি করেছে সংসদ সচিবালয়। প্রধানমন্ত্রীর পরামর্শে এটি প্রস্তাব করা হয়েছে বলে সংসদের একাধিক সূত্র জাগো নিউজকে নিশ্চিত করেছে। এখন রাষ্ট্রপতির আদেশের জন্য অপেক্ষা করা হচ্ছে।

জানা গেছে, শনিবার রাষ্ট্রপতি বিশেষ ও সংসদের সপ্তম অধিবেশন স্থগিতের নির্দেশ দেবেন। আাগামীকাল রোববার সকাল ১১টায় এ অধিবেশন শুরু হওয়ার কথা। ওই দিন সকাল ৯টায় সংসদ ভবন থেকে ধানমন্ডিতে গিয়ে এমপিদের শ্রদ্ধা জানানোরও কর্মসূচি রয়েছে। কিন্তু জনসমাগম এড়াতে এটি স্থগিত করা হয়েছে।

অধিবেশন স্থগিতের বিষয়ে সংসদে চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী লিটন রাতে জাগো নিউজকে বলেন, করোনার কথা ভেবে সংসদের অধিবেশন স্থগিতের বিষয়ে একটি আলোচনা চলছে। তবে এ বিষয়ে মহামান্য রাষ্ট্রপতি নির্দেশ দেবেন। আওয়ামী লীগ সরকার জনস্বার্থে যা ভালো তা-ই করবে।

এর আগে ১৯৭৪ সালের ৩১ জানুয়ারি এবং ১৮ জুন সংসদে বিশেষ অধিবেশন বসেছিল। যেখানে সাবেক যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো এবং ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি ভাষণ দিয়েছিলেন।

করোনাভাইরাসের প্রভাবে এবার কোনো বিদেশি অতিথি আসবেন না বলে ঘোষণা দিয়েছেন। ২২ ও ২৩ মার্চ এ অধিবেশন চলার কথা ছিল।

এইচএস/এমএআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।