নিম্ন আয়ের মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ২১ মার্চ ২০২০

করোনায় আতঙ্কিত পুরো বিশ্ব। ভাইরাসটি প্রতিরোধে ব্যক্তি সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে সমাজের নিম্নবিত্ত ও খেটে খাওয়া সাধারণ মানুষ। হিউম্যান সেফটি ফাউন্ডেশন করোনাভাইরাস নিয়ে সাধারণ জনগণের মাঝে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২১ মার্চ) ২০০ নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করেছে হ্যান্ড স্যানিটাইজার। এছাড়া তাদের ব্যক্তি সচেতনতাও পরিচ্ছন্নতার বিষয়ে আলোকপাত করা হয়।

jagonews24

এদিকে দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত দুজন মারা গেলেন। এছাড়া ভাইরাসটিতে নতুন করে আরও চারজন আক্রান্ত হয়েছেন। ফলে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।

এফএইচ/fএএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।