করোনা প্রতিরোধে ডিএনসিসির কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ২১ মার্চ ২০২০

করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

শনিবার (২১ মার্চ) উত্তরা কমিউনিটি সেন্টারে প্যানেল মেয়র জামাল মোস্তফা সভাপতিত্বে এবং নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে এ কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচিগুলো হচ্ছে - প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন। এ কমিটি ওয়ার্ডে যাদের কোয়ারেন্টাইনে থাকার কথা তারা সেটি মেনে চলছে কিনা তা নিশ্চিত করবে। কেউ কোয়ারেন্টাইন মেনে না চললে প্রয়োজনে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা এমনকি বাড়ি সিলড করতে পারে।

ওয়ার্ডের কোথাও জনসমাগম যেন না হয় তা নিশ্চিত করা। প্রতিটি ওয়ার্ডে পথচারীদের জন্য সাবান, পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করবে। প্রতিটি ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মী এবং মশককর্মীগণ রাস্তাঘাটে জীবাণুনাশক তরল ছিটাবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা।

jagonews24

সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, সচিব মোজাম্মেল হক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহা. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এমন মঞ্জুর হোসেন, ওয়ার্ড কাউন্সিলর মো. আফছার উদ্দিন খান, মো. শরীফুর রহমান, মো. ফরিদ আহমেদ, জাহাঙ্গীর হোসেন, মো. শফিকুল, সংরক্ষিত আসনের কাউন্সিলর জাকিয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে শনিবার দুপুরে মহাখালী বাস টার্মিনাল এবং গাবতলী আন্তঃজেলা বাস ছাড়ার পূর্বে বাসের ভেতরে জীবাণুনাশক স্প্রে কর্মসূচি উদ্বোধন করা হয়। মহাখালী ও গাবতলী থেকে প্রতিটি বাস ছাড়ার পূর্বে ডিএনসিসি কর্তৃক আবশ্যিকভাবে জীবাণুনাশক স্প্রে করা হবে। এ কর্মসূচির উদ্বোধন করেন প্যানেল মেয়র মো. জামাল মোস্তফা।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মমিনুর রহমান মামুন।

এএস/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।