করোনা : বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা
করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশ ভ্রমণে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য।
বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করায় কভিড-১৯ এর প্রেক্ষিতে ব্রিটিশ পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে এ পরামর্শ দেয়া হয়েছে। নোটিশে ব্রিটিশ নাগরিকদের প্রয়োজন ছাড়া আন্তর্জাতিক ভ্রমণ না করার পরামর্শ দেয়া হয়।
ব্রিটিশ পররাষ্ট্র দফতর জানায়, এ সময়ে যে কোনো দেশ বা অঞ্চলে নোটিশ ছাড়াই ভ্রমণের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকতে পারে।
উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে, একই সঙ্গে তিন লাখের কোটা পার হয়েছে মোট আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যেই ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।
সবশেষ তথ্য অনুসারে, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন লাখ সাত হাজার ৬২৫ জন। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার ৫০ জন।
জেপি/এএইচ/পিআর