সব প্রশিক্ষণ-সাংস্কৃতিক কার্যক্রম বন্ধ করল মহিলাবিষয়ক মন্ত্রণালয়
করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির আওতায় পরিচালিত সব প্রশিক্ষণ এবং শিশু একাডেমির সাংস্কৃতিক কার্যক্রম আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
রোববার সচিবালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা সভাপতিত্ব করেন।
সভায় কর্মজীবী মায়েদের শিশুসন্তান এবং কর্মজীবী নারীদের সুরক্ষা ও নিরাপত্তা বিবেচনা করে বিদ্যমান পরিস্থিতিতে সব শিশু দিবাযত্ন কেন্দ্র ও কর্মজীবী মহিলা হোস্টেল জনসমাগম এড়িয়ে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিচালনার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে শিশু দিবাযত্ন কেন্দ্র ও হোস্টেলগুলোতে দর্শনার্থীদের গমন নিরুৎসাহিত করা হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির আওতায় পরিচালিত সকল প্রশিক্ষণ এবং বাংলাদেশ শিশু একাডেমিসহ মাঠ পর্যায়ে শিশু একাডেমির সব সাংস্কৃতিক কার্যক্রম আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে।’
জনসমাগম হতে পারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এমন সব সভা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। জয়িতা ফাউন্ডেশন পরিচালিত জয়িতা ফুড কোর্ট সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে সভায় জানানো হয়।
সভায় শিশু দিবাযত্ন কেন্দ্র, শিশু বিকাশ কেন্দ্রে অবস্থানরত শিশু ও কর্মজীবী মহিলা হোস্টেলে অবস্থানরত কর্মজীবী নারীদের সুরক্ষা নিশ্চিত করা এবং করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। পথশিশুদের সার্বক্ষণিক পুনর্বাসন কেন্দ্রে অবস্থানের বিষয় নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয় সভায়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার, মহিলাবিষয়ক অধিদফতরের মহাপরিচালক পারভীন আকতার, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক কাজল ইসলাম ও বাংলাদেশ শিশু একাডমির মহাপরিচালক জ্যোতি লাল কুরিসহ মন্ত্রণালয় ও দফতর-সংস্থার কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
আরএমএম/এমএসএইচ/এমকেএইচ