করোনা মোকাবিলায় চীনের সর্বাত্মক সহায়তার আশ্বাস

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২২ মার্চ ২০২০

করোনাভাইরাস মোকাবিলায় চীন বাংলাদেশকে সবধরনের সহায়তার আশ্বাস দিয়েছে— এমনটি জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

চীন যখন করোনায় আক্রান্ত ছিল বাংলাদেশ তখন দেশটিকে সয়াহতা করেছিল। এখন চীনও বাংলাদেশের পাশে দাঁড়াতে চাচ্ছে। বাংলাদেশের প্রতি চীনের এ বন্ধুসুলভ মনোভাব সত্যিই প্রশংসনীয়— বলেন স্বাস্থ্যমন্ত্রী।

রোববার সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রীর বারিধারার নিজ বাসভবনে করোনাভাইরাস মোকাবিলায় চীনের রাষ্ট্রদূত লি ঝিমিংয়ের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, চিকিৎসক, নার্স ও চিকিৎসার সামগ্রী দিয়ে চীন বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে। জাতি চীনের এ বন্ধুসুলভ মনোভাব কৃতজ্ঞচিত্তে স্বরণ রাখবে।

দ্বিপাক্ষিক আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী করোনা মোকাবিলায় দেশে গৃহীত উদ্যোগসমূহ তুলে ধরেন। ঢাকা ও ঢাকার বাইরে পর্যাপ্ত বেড, কিট, পিপিইসহ সবধরনের প্রস্তুতির কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

করোনা মোকাবিলায় চীনের রাষ্ট্রদূত লি ঝিংমিং বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং দেশটির সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

এমএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।